× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনা-২ /ইভিএমের ভোটে দুই হেভিওয়েট প্রার্থী

ইলেকশন কর্নার

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে সদর ও সোনাডাঙ্গা মডেল থানা নিয়ে গঠিত খুলনা-২। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই আসনটি। এই আসনটিকে বলা হয় বিএনপির দুর্গ। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এছাড়া এই আসনের সব ক’টি কেন্দ্রে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়েও এই আসনের ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে আলাদা অনুভূতি। খুলনা-২ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন।
নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন। এ আসনে পুরুষের চেয়ে ৭২৪ জন নারী ভোটার বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে লড়ছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ আবদুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্টের মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), সিপিবির এইচ এম শাহাদত (কাস্তে) এবং বিএনএফের এস এম সোহাগ (টেলিভিশন)। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দশম জাতীয় সংসদের আগ পর্যন্ত কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেনি আওয়ামী লীগের প্রার্থী। তবে ২০১৪ সালের ৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান। ওই নির্বাচন বিএনপি বয়কট করায় মিজানের জয়লাভ তেমন কঠিন হয়নি। কিন্তু এবার মিজানকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তার বদলে এবার মহাজোটের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাউদ্দিন জুয়েল। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক নজরুল ইসলাম মঞ্জুকে। এই আসনে মঞ্জুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। খুলনা-২ আসনের সাধারণ ভোটারদের ধারণা এই আসনে সেখ সালাউদ্দিন জুয়েল ও নজরুল ইসলাম মঞ্জু এই দুই ভিআইপির লড়াই হবে। ১০ই ডিসেম্বর দলীয় প্রতীক পেয়েই জোর প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মুখে মুখে ফিরছে মহাজোট প্রার্থী সেখ জুয়েল ও ঐক্যফ্রন্টের প্রার্থী মঞ্জুর নাম। তবে প্রথম দিন থেকেই প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন সেখ জুয়েল আর হামলা-মামলায় নাজেহাল মঞ্জুর কর্মীরা। সব মিলিয়ে এই আসনের ভোটারদের ধারণা গুরুত্বপূর্ণ এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির দুই ভিআইপির মধ্যে হবে লড়াই। তবে, ভোটাররা বলছেন ভিন্ন কথা। তারা যদি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন- তবে নৌকা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। এর জন্য অপেক্ষা করতে হবে আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর