× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী আকরামের উঠান বৈঠক পণ্ড

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির বাধার কারণে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামের উঠান বৈঠক পণ্ড হয়ে গেছে। এসময় বৈঠকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে বোরবার বিকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরানবাজার এলাকায়। বিকেলে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গে সদর উপজেলার আলীরটেকে নির্বাচনী প্রচারণায় যান এসএম আকরাম। আলীরটেক ইউনিয়নের পুরান বাজার এলাকায় উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ সময় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি তার অনুসারীদের নিয়ে পুরান বাজারে আকরামের উঠান বৈঠকে বাধা দেয়। এ সময় তারা চেয়ার-টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে উঠান বৈঠক পণ্ড করে দেয়। এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীর ও এসএম আকরামের ঘনিষ্ঠজন ইকবাল কবির বলেন, বিকেলে আলীরটেক পুরান বাজারে আমাদের একটি সভা হবার ছিলো।
যথা সময়ে আমরা সেখানে পৌঁছাই। ঠিক তখনই আওয়ামী লীগ সমর্থক ওই এলাকার চেয়ারম্যান মতিউর রহমান ও তার লোকজন আমদের সভায় হামলা করে। তখন তারা আমাদের সভা নষ্ট করে দেয়। চেয়ার ভাঙচুর করেন, সভার জন্য তৈরি করা খাবার নষ্ট করে দেয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা এসপি সাহেবকে জানিয়েছি এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। এদিকে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে বিএনপির কোনো জনসভা ছিলো না। এরকম ঘটনা ঘটেনি। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ থানায় জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর