× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা ভালো কাজ করেনি: চরমোনাই পীর

বাংলারজমিন

পিরোজপুর থেকে সংবাদদাতা
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতিতে আসেনি। রাজনীতিতে এসেছে এক নৈতিক আদর্শ নিয়ে ইবাদতের জন্য। আপনারা মনে করেন, হাতপাখায় ভোট দিলে ভোট পচে যাবে। ভোট কখনও পচে না। উপযুক্ত জায়গায় ভোট না দিলে আপনারাই পচে যাবেন। গতকাল পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ডে পিরোজপুর-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থীর জনসভায় এসব কথা বলেন। পীর সাহেব জনসভায় হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ হাফেজ মো. মাসুম বিল্লাকে ভোট েেদবার ও  চিহ্নিত  লুটেরা দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহবান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. ইয়াহ্‌ইয়া হাওলাদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা ভালো কাজ করেনি।
যে কারণে তাদের এত ভয়। ভাল কাজ করলে মানুষ তাদের সাদরে গ্রহন করতো। সরকারের এক মন্ত্রী বলেন, বিএনপিকে ভোট দিলে লাখ লাখ লোক মারা যাবে। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. শেহাব উদ্দিন কাসেমী। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা, পৌর, উপজেলা ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর