× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার আজ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

একাদশ নির্বাচনকে সামনে রেখে আজ বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নামে বিরোধী দলীয় জোটের ইশতেহার প্রকাশ করা হবে। সকাল ১১টায় হোটেল পূর্বাণীতে ইশতেহার ঘোষণা করা হবে। গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ কথা জানিয়েছেন। ইশতেহারে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী মোস্তফা মহসিন মন্টু জানান, ঐক্যফ্রন্টের একটি অভিন্ন ইশতেহার তৈরি করা হয়েছে ফ্রন্টভুক্ত সকল দলের ইশতেহারের সমন্বয়ে। ইশতেহারে ঐক্যফ্রন্ট প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর প্রতিফলন থাকবে। ইশতেহারের বিষয়ে ফ্রন্টের অন্যতম শীর্ষ সমন্বয়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইশতেহারে আমাদের অন্যতম গুরুত্ব থাকবে কৃষক, যাতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়। ঢাকার মানুষও যেন ন্যায্যমূল্যে পণ্য পায়। সবদিকে সামঞ্জস্য রাখা হবে।

আমরা এমন ইশতেহার দেব যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্তরা বেশি উপকৃত হন।
এছাড়াও আইনের নামে বাংলাদেশে যেসব ‘অপআইন’ চলছে এগুলো বন্ধেরও ঘোষণা থাকবে। উল্লেখ্য, প্রথমে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের দুই ধরনের ইশতেহার ঘোষণার গুঞ্জন শোনা গেলেও আজকের ইশতেহার হবে অভিন্ন। ‘নিম্ন-মধ্যবিত্তের স্বার্থ রক্ষার’- জাতীয় ঐক্যফ্রন্টের এই ইশতেহার প্রণয়ন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির প্রতিনিধি মাহফুজ উল্লাহ, গণফোরাম প্রতিনিধি আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্যের প্রতিনিধি ডা. জাহেদ উর রহমান, জেএসডি প্রতিনিধি শহীদউদ্দিন মাহমুদ স্বপন ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী। ফ্রন্ট সূত্র জানায়, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর