× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বড়াইগ্রামে চাকরি না পেয়ে বিজয় দিবসের মাইক ভাঙচুর

বাংলারজমিন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়েছে শরীফুল ইসলাম মিঠু (৩০) নামে এক যুবক। সে রামগাড়ী গ্রামের মৃত মো. আলাউদ্দিন সেখের ছেলে। সকাল ৮টার দিকে সে ধারালো হাঁসুয়া নিয়ে বিদ্যালয়ের মাইক ভাঙচুর করে এবং কোনো অনুষ্ঠান না করার জন্য হুমকি দেয়। এ সময় সে বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমানসহ অন্য শিক্ষকগণকে গালাগালি করে। ধারালো হাঁসুয়ার দিয়ে কোপানোর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগে বাধ্য করে। খবর পেয়ে বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে সে দ্রুত পালিয়ে যায়। হামলাকারী মিঠুর ভাই স্বপনসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বেকার যুবক শরীফুল ইসলাম মিঠু ২০১৩ সালে ওই বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ লাভের আশায় আড়াই লাখ টাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিকে দেয়। কিন্তু স্থানীয় রাজনীতির প্রভাবের কারণে তার এই নিয়োগ বন্ধ হয়ে যায়।
এরপর দীর্ঘদিন মানসিক বিষাদে থাকতে থাকতে সে অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাঝে মধ্যেই সে বিদ্যালয়ের সামনে এসে সংশ্লিষ্ট অনেককেই গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান টাকা নেয়ার কথা অস্বীকার করে জানান, এ ধরনের কথা বানোয়াট। হাঁসুয়া নিয়ে হামলা ও মাইক ভাঙচুরের ঘটনায় তিনি মিঠুর বিরুদ্ধে ইউএনও মো. আনোয়ার পারভেজের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইউএনও জানান, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর