× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাংলারজমিন


১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

সাভারে মা-মেয়ে
স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারে একটি যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ যাত্রী। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, সড়ক দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের চন্দ্রা থেকে সাভার যাচ্ছিল। বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় ওই বাসের একজন মহিলা যাত্রী ও তার কোলে থাকা মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এদিকে, যাত্রীবাহী বাসটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশের একটি রেকার ঘটনাস্থল থেকে বাসটি সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সাভার মডেল থানার এসআই দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘাটাইলে ৩
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পোড়াবাড়ি নামক স্থানে সকাল ১১টায় বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। অপর নিহতের নাম পাওয়া যায়নি। আহতরা হলো- ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০), স্বামী মনির হোসেন গ্রাম-বগা, রহিমা বেগম (৪২) স্বামী জয়নাল আবেদিন, গ্রাম-রতনবরিষ, চায়না (৩৮) শুধু ছেলের নাম বলতে পারছে সাইফুল, গ্রাম-গরজনা। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজছাত্র আফজাল হোসেন ( ২১)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর