× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

হামলা, গ্রেপ্তার বন্ধ করে সমান সুযোগ দিতে হবে- মওদুদ আহমদ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার বন্ধ করে নির্বাচনে প্রচারে সমান সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি সোমবার দুপুর ১২টায় নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের অফিসে রিটার্নিং অফিসার কর্তৃক ডাকা সংদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভায় এ দাবি জানান। রিটার্নিং অফিসারকে দেয়া লিখিত বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আরো বলেন, প্রার্থী বা কর্মীদের পুলিশ ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। প্রার্থীদের প্রচারণায় বাধা সৃষ্টি করা যাবে না। বিরোধী দলীয় প্রার্থীদের অফিসে, প্রচারণার মাইকে হামলা ভাঙচুর বন্ধ করতে হবে। নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে নিজেদের ইচ্ছামত যাওয়া, ভোট দানে কোন প্রকার ভয় ভীতি ও বল প্রয়োগ করা যাবে না। এসব দাবি বাস্তবায়ন করার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেয়ার জন্য রিটার্নিং অফিসারের প্রতি দাবি জানান ব্যারিস্টার মওদুদ । এ সকল দাবির প্রেক্ষিতে রিটার্নিং অফিসার তন্ময় দাস বলেন, নির্বাচন আচরণ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
তিনি সকল প্রার্থীকে আচরণ বিধি মেনে চলে রিটার্নিং অফিসারকে সহায়তা করার অনুরোধ করে বলেন, প্রার্থীরা আচরণ বিধি মেনে চললেই জেলাবাসী একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পারেন। নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার তন্ময় দাস এর সভাপতিতে নোয়াখালী ৬টি আসনের সহকারী রিটার্নিং অফিসার, নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, নোয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর