× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নির্বাচন কমিশন ব্যর্থ: আসক

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষসহ নানা সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ বলে মনে করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব সহিংসতার ঘটনায় আসক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে দ্রুততার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে আসক।

বিবৃতিতে আসক জানিয়েছে, ১০ই ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের প্রচার চালানোর সময় হামলা, বাধা, সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে হামলার শিকার হচ্ছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সদস্যরা। কিন্তু এসব ঘটনায় নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। হামলা ও সহিংসতা প্রতিরোধ কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উভয় ক্ষেত্রে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হামলা ও সহিংসতা বাড়ায় জনমনে আশঙ্কা ও উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

জাতিকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং প্রদত্ত সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য কমিশনকে দ্রুততার সঙ্গে এসব সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সর্বোপরি জনগণ যাতে সম্পূর্ণভাবে শঙ্কামুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর