× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জাকারবার্গের পদত্যাগ দাবি অধিকার বিষয়ক ২৯টি গ্রুপের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) ডিসেম্বর ১৮, ২০১৮, মঙ্গলবার, ১:৩৭ পূর্বাহ্ন

ফেসবুকের পরিচালনা পরিষদ থেকে মার্ক জাকারবার্গকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে নাগরিক অধিকার বিষয়ক কয়েক ডজন গ্রুপ। সম্প্রতি ফেসবুক একগুঁয়ে আচরণ করছে এবং বিপন্ন সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়াচ্ছে এমন অভিযোগ তোলা হয়েছে। এরই প্রেক্ষিতে পরিচালনা পরিষদ থেকে পরিচালক মার্ক জাকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ওই গ্রুপগুলো। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান।

ফেসবুক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সোমবার তাকে একটি চিঠি পাঠানো হয়েছে। এ চিঠিটি পাঠিয়েছে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার, মুসলিম এডভোকেটস, ইকুইটি ল্যাবস, মুভঅন ডট ওআরজি সহ ২৯টি গ্রুপ। এতে ফেসবুকের পরিচালনা পরিষদ ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে ফেসবুকে সাম্প্রতিক সময়ে যেসব কেলেঙ্কারি হয়েছে তার জন্য সিনিয়র নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, আপনাদের বর্তমান নেতৃত্বে থাকা টিম নাগরিক অধিকার বিষয়ক সম্প্রদায়ের বৈধ উদ্বেগের বিষয়ে মনোযোগ দিতে অক্ষম। এখন সময় শুধু আপনাদের নীতি পরিবর্তন নয়, একই সঙ্গে বড় ধরনের পরিবর্তনের। একই সঙ্গে আপনাদের নেতৃত্বের কাঠামোতে পরিবর্তন আনতে হবে।

এক্ষেত্রে ওই গ্রুপগুলো ১৪ই নভেম্বর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টের কথা তুলে ধরা হয়। ফেসবুক কোম্পানি একটি পিআর প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ করেছে, এর সমালোচকদের অবমাননা করতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর