× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) ডিসেম্বর ১৮, ২০১৮, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী  জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। এই মুক্তিযোদ্ধা কলম সৈনিক বর্তমানে ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থণা করা হয়েছে। বয়োবৃদ্ধ এই কলম সৈনিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শহরের মজমপুর গেটস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন অনেকটা সুস্থ্য হয়ে ওঠেন। হঠাৎ গত রোববার দুপুরের দিকে তিনি ব্রেনষ্টোকে আক্রান্ত হন। ওই দিন সন্ধ্যায় কুষ্টিয়ার সনো প্রাইভেট হসপিটালে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি আশংকা করে চিকিৎসক ঢাকার এ্যাপোলো হাসপাতালে রেফার্ড করেন। গতকাল সোমবার ভোরে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

সকাল ৭টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তিনি দেশের প্রখ্যাত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধাপক  ডাঃ জাফর ইকবালের সার্বিক তত্বাবধানে রয়েছেন। গতকাল সন্ধ্যায় আলহাজ ওয়ালিউল বারী চৌধুরীর স্ত্রী ফিরোজা পারভিন চৌধুরী জানান-এ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ২৪ ঘন্টা পর তাঁর অবস্থা সম্পর্কে জানা যাবে। এদিকে কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর অসুস্থতার কথা শুনে রোববার সন্ধ্যায় সাংবাদিক, আত্মীয়-স্বজন সনো হসপিটালে তাঁকে দেখতে যান। ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করেছিলেন। এরআগে ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর পাক্ষিক সমীক্ষা পত্রিকার প্রকাশক ছিলেন ইস্পাত বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় মাসিক ইস্পাত পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল। ১৯৭৫ সালের ১৭ নভেম্বর ইস্পাত পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকভাবে বের হতে থাকে। যা এখনও অব্যহত রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর