× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে সপ্তম চা নিলাম সম্পন্ন

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম চা নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে ২৬ লাখ ৩ হাজার ৭০০ কেজি চা তোলা হলেও অন্যান্য নিলামের তুলনায় এই নিলামে চা পাতা কম বিক্রি হয়েছে।  সোমবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে সকাল ৮টায় শুরু হওয়া নিলাম সন্ধ্যা পর্যন্ত চলে। ‘টি ট্রেডার্স এন্ড প্ল্যান্টার্স এসোসিয়েশন বাংলাদেশ’র ও চট্টগ্রামের টি ট্রেডার্স এসোসিয়েশন যৌথ ব্যবস্থাপনায় এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলস্থ জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো.  সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন। শ্রীমঙ্গলস্থ অনুষ্ঠিত চা নিলাম কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৭টি ব্রোকার  হাউজ অংশ নেয়। টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে চা উঠে ২৬ লাখ ৩ হাজার ৭০০ কেজি চা ওঠে। এর মধ্যে বিক্রি হয়েছে প্রায় ৮০ ভাগ চা। যা এভারেজ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়।

সিজনের শেষ দিকে চায়ের গুণগত মানের ঘাটতি দেখা দেয়। সে কারণে বায়াররা খুব একটা আগ্রহ দেখায় না। সেজন্য বেশ কিছু চা এই নিলামে অবিক্রীত থাকে।  তিনি আরো জানান, শ্রীমঙ্গলে সপ্তম এবং মৌসুমের ৩৩তম এই নিলাম। লিফ ও ডাস্ট চা পাতা মোট লট ৪ হাজার ৭৩৪। মোট বস্তা ৪৭ হাজার ৩৪০ বস্তা চা পাতা। যার আনুমানিক মূল্য ৭৬ কোটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর