× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ / মহাবিপদে মহাজোট

বাংলারজমিন

মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে
১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দিশাহারা এখন মহাজোটের তৃণমূলের নেতাকর্মীরা। টানাহিচড়া, অনুরোধ ও আত্মীয়তার বন্ধনের টানে তারা ছুটছেন তিন দিকে। নৌকা নেই। ‘লাঙ্গল’ আছে, তাও বিতর্কিত। শ্বশুর জামাতা দুজনেরই দাবি তারা মহাজোটের প্রার্থী। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাঈন উদ্দিন ছুটছেন ‘কলার ছড়া’ নিয়ে। এসব কারণে আওয়ামী লীগ ও জাপার ভোটারদের মধ্যে একটা অস্থিরতা বেড়েই চলেছে। সব মিলিয়ে এ আসনের মহাজোট এখন মহাবিপদে।
প্রার্থিতা নিয়ে পাল্টা বিবৃতি দিয়ে যাচ্ছেন শ্বশুর জামাতা। তাই খোদ জাতীয় পার্টিই এখন দুইভাগ। একভাগ ছুটছেন জামাতা রেজাউলের পেছনে। আরেকভাগ মৃধার সঙ্গে। অপরদিকে, ১৪ দলীয় জোট সমর্থিত জাতীয় পার্টির (জাপি) মনোনীত প্রার্থী আলহাজ জামিলুল হক বকুল দৌড়াচ্ছেন সাইকেল নিয়ে। জাপার নিরীহ কিছু সমর্থক ঝামেলা এড়াতে এখনো নীরব। মহাজোটের মহাশক্তি আওয়ামী লীগও লড়ছেন না। একদিকে ‘নৌকা’ অর্থাৎ আওয়ামী লীগ দলীয় কাউকে মনোনয়ন না দেয়ার ক্ষোভ। অপরদিকে, জামাই শ্বশুরের মধ্যে কে মহাজোটের সত্যিকারের মনোনীত প্রার্থী তা নিশ্চিত হতে পারছেন না তারা। অন্যদলের কর্মী-সমর্থকরা যখন লাফিয়ে-লাফিয়ে মিছিল করছে, তখন এ আসনের মহাজোটের সমর্থকরা এতিমের মতো তাকিয়ে দেখছেন। কিছুই করার নেই তাদের। কারণ জাপার দুই প্রার্থী। আবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মাঈন উদ্দিনও স্বতন্ত্র প্রার্থী। তিনিও আওয়ামী লীগের সমর্থকদের দলে ডাকছেন। এ অবস্থায় কোথায় যাবে তারা? ভেবে অস্থির। ঠিক করতে পারছেন না তাদের করণীয়। এমনকি তাদের ভোট কোথায় দেবেন? সেটা নিয়েও তাদের ভাবনার অন্ত নেই। অনেকে ক্ষোভের সঙ্গে বলছেন, বড়ই আশায় ছিলাম। মহাজোটের এ আসনটা আবারো মহাজোটই পাবে। নৌকা বা লাঙ্গলের জয়জয়কার হবে এখানকার নির্বাচন। কোনোটাই হলো না। আসলে হচ্ছেটা কী? ভোটের আর মাত্র বাকি ১১ দিন। আমরা এখনো প্রার্থী কে? মার্কা কী? মহাজোট নেত্রীর সিদ্ধান্ত আসছে। এমন সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় সময় পার করছি। এমন মহাবিপদে তো কখনো পড়িনি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর