× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

তিন ইভেন্টের সেমিফাইনালে শাটলার গৌরব

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার

ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের শীর্ষ বাছাই গৌরব সিংহ। গতকাল শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক এককের কোয়ার্টার ফাইনালে গৌরব ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে স্বদেশি আকিব সোলায়মানকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। বালক দ্বৈতে চাচাতো ভাই মঙ্গল সিংহকে সঙ্গে নিয়ে ২১-১১ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আরসালান আলী ও আহমেদ নিবাল জুটিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন গৌরব। আর উর্মি আক্তারকে জুটি করে মিশ্র দ্বৈতে ভুটানের অনিশ গুরুং ও থিনলে ওয়াগমুকে ২১-০১, ২১-০৫ পয়েন্টে হারিয়ে তিন বিভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেন সিলেটের এই শাটলার।
এছাড়া বালক এককের কোয়ার্টার ফাইনালে অন্য খেলায় বাংলাদেশের আবদুল হামিদ ২১-১৯ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশি মঙ্গল সিংহকে,  সোয়াদ ২৪-২২ ও ২১-১৮ পয়েন্টে স্বদেশি রওনক নবী প্রিয়কে এবং সিবগাত ২১-১৮ ও ২১-১২ পয়েন্টে স্বদেশি মোহাম্মদ হানিফকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রাজেশ চন্দ্র দে ও রওনক নবী প্রিয় জুটি ১৯-২১, ২১-১৮ ও ২১-৯ পয়েন্টে শ্রীলঙ্কার দুনশান ও নিলংকা জুটিকে, বাংলাদেশের মোহাম্মদ হানিফ ও আবদুল হামিদ লোকমান জুটি ২১-৭ ও ২১-৯ পয়েন্টে ভুটানের রিনজিন ও তেনজিন জুটিকে এবং বাংলাদেশের মোহাম্মদ সিবগাত উল্লাহ ও আকিব সোলাইমান জুটি ২১-১২ ও ২১-৬ পয়েন্টে ভুটানের জিম্বা সাংগে ও ইয়েসি রাতিন জুটিকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের উর্মি ২১-০৮ ও ২১-০১ পয়েন্টে ভুটানের থিনলে ওয়াগমুকে, বাংলাদেশের রহিমা জেরিন ২১-১৭, ১১-২১ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশি ফারবিন বিনতে ইমদাদকে, যুক্তরাষ্ট্রের রুহি রাজু ২১-১১ ও ২১-১২ পয়েন্টে বাংলাদেশের রেশমা আক্তারকে এবং ভারতের ত্রিষা ২১-৪ ও ২১-৬ পয়েন্টে বাংলাদেশের ফারজানা আক্তারকে হারিয়ে শেষ চারে উঠেন।

বালিকা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রহিমা জেরিন আহম্মেদ ও ক্যামেলি ইসলাম জুটি ২১-১২ ও ২১-১১ পয়েন্টে ভুটানের ফুনশু দিমা ও থিনলে ওয়াগমু জুটিকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন। এছাড়া মিশ্র দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মঙ্গল সিং ও ফারবিন বিনতে ইমদাদ জুটি ২১-১৩, ১৭-২১ ও ২১-০৮ পয়েন্টে স্বদেশি হানিফ মোহাম্মদ ও ক্যামেলি ইসলাম জুটিকে, বাংলাদেশের আবদুল হামিদ লোকমান ও রেশমা আক্তার জুটি ২১-১৮ ও ২১-১৮ পয়েন্টে স্বদেশি আকিব সোলাইমান ও ফারজানা আক্তার জুটিকে এবং ভারতের মানবরাজ সুমিত ও ত্রিষা জলি জুটি ২১-০৫ ও ২১-০৫ পয়েন্টে বাংলাদেশের রাজেশ চন্দ্র দে ও রহিমা জেরিন আহম্মেদ জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেন। আজ সবগুলো ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর