× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতকে গুঁড়িয়ে সিরিজে সমতায় ফিরলো অজিরা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের কাছে আত্মসমর্পণ করলো ভারত। আর গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর টেস্টে প্রথম জয় দেখলো অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর টেস্টে ১৪৬ রানের দাপুটে জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো টিম পেইনের দল। মেলবোর্নে আগামী ২৬শে ডিসেম্বর (বক্সিং ডে) শুরু হবে তৃতীয় টেস্ট। গতকাল পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। আগের দিনই ১১২ রানে ভারতের ৫ উইকেট নিয়ে জয়ের সুবাস নিয়ে রাখে স্বাগতিকরা। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত ১৪০ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস। স্টার্ক-কামিন্স-লায়নদের বোলিং তোপে শেষ ২১ রানে পাঁচ উইকেটের পতন ঘটে।
পার্থের নতুন স্টেডিয়ামে এটাই ছিল প্রথম টেস্ট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়া অজি অফস্পিনার নাথান লায়ন। টেস্টে ৬ ম্যাচ পর জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। আর অধিনায়ক হিসেবে টিম পেইনের এটি প্রথম টেস্ট জয়। দক্ষিণ আফ্রিকা সফরেই চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সবশেষ জয় পেয়েছিল অজিরা। কেপটাউনে তৃতীয় টেস্টে বল টেম্পারিং অপরাধে আন্তর্জাতিক ক্রিকেটে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ১ বছর ও ৯ মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন ব্যানক্রফট। স্মিথের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়ে নিজের পঞ্চম টেস্টে এসে জয়ের স্বাদ পেলেন পেইন। গতকাল ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে দলীয় ১১৯ রানের মাথায় হনুমা বিহারিকে (২৮) মার্কাস হ্যারিসের তালুবন্দি করেন মিচেল স্টার্ক। ৫৪তম ওভারে ঋশব পন্তকে (৩০) পিটার হ্যান্ডসকম্বের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন লায়ন। দলীয় ১৩৭ রানে ৭ উইকেট হারায় ভারত। ২ রান যোগ হতেই পরের ওভারে উমেশ যাদবকে (২) ফিরতি ক্যাচ বানান স্টার্ক। আর ৫৬তম ওভারে জোড়া আঘাতে ভারতের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি টানেন প্যাট কামিন্স। ইশান্ত শর্মাকে (০) পেইনের গ্লাভসে আটকানোর পর জসপ্রিত বুমরাহর (০) ফিরতি ক্যাচ নেন এই ডানহাতি পেসার। তিনটি করে উইকেট নেন স্টার্ক ও লায়ন। দুইটি করে উইকেট পান জস হ্যাজলউড ও কামিন্স। প্রথম ইনিংসেও ভারতের লোয়ার অর্ডারে ধস নামে। লায়নের স্পিন ঘূর্ণিতে শেষ ৩২ রানে ৫ উইকেটের পতন ঘটে। শেষ চার উইকেটই নেন ইনিংসে পাঁচ উইকেট শিকারি এই অভিজ্ঞ স্পিনার। আর বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি (১২৩) সত্ত্বেও প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ২৮৩ রানে থামে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৩ রান করে অজিরা। ৬ উইকেট নেন পেসার মোহাম্মদ শামি।
এই জয় বড় স্বস্তির বলে নিজের অভিমত ব্যক্ত করেন পেইন। তিনি বলেন, ‘কঠোর পরিশ্রমের বিনিময়ে এটা স্বস্তির জয়। সিরিজের প্রথম দুই টেস্ট খুবই কঠিন ছিল। দুই দলেরই পেস বোলিং অ্যাটাক দুর্দান্ত। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে আমাদের দলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে এরকম জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। কিন্তু মেলবোর্নে প্রথম বল থেকেই এদিকটায় ভারতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই বজায় রাখতে হবে। যদি তা করতে পারি সঠিক পথে থাকবো।’ পার্থ টেস্টে আলোচনায় ছিল দুই দলের অধিনায়কের বাকযুদ্ধ। চতুর্থ দিনে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বিরাট কোহলির সঙ্গে ধাক্কা লাগে টিম পেইনের। পরে দুইজনের কথার লড়াই থামাতে আম্পায়ারের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে। তবে ম্যাচ শেষে এই বিতর্ক উড়িয়ে দেন কোহলি। অস্ট্রেলিয়ার জয় প্রাপ্য ছিল বলেও স্বীকার করেন তিনি। কোহলি বলেন, ‘এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। সীমা অতিক্রম হয়নি। অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য। আমি পরবর্তী ম্যাচে চোখ রাখছি এবং আশা করছি দলের জয়ে অবদান রাখতে পারবো।’

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া: ৩২৬ ও ২৪৩
ভারত: ২৮৩ ও ১৪০
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী
ম্যাচসেরা: নাথান লায়ন
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর