× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লিঙ্গগত ফারাক বিশ্বে সবচেয়ে কম আইসল্যান্ডে, দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) ডিসেম্বর ১৯, ২০১৮, বুধবার, ১২:০৯ অপরাহ্ন

লিঙ্গগত ফারাক কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ‘দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৮’-এ বলা হয়েছে এ কথা। বিশ্বের ১৪৯টি দেশের ওপর ওই তালিকা করা হয়। তার মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। সারাবিশ্বে এক নম্বর বা শীর্ষ দেশ হলো আইসল্যান্ড। সোমবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, এ অঞ্চলে পারফরমেন্সের বিচারে বাংলাদেশ শীর্ষ স্থান দখল করেছে। একই সঙ্গে এ বছর পলিটিক্যাল এমপাওয়ারমেন্টের উপ-সূচকে শীর্ষ ৫-এ উঠে এসেছে দেশটি। শ্রম শক্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গগত ব্যাপক ফারাক থাকলেও রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গ ফারাক কমে আসছে।
এ বিচারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা। এ দুটি দেশে লিঙ্গগত ফারাক যথাক্রমে শতকরা ৭২ ভাগ ও ৬৮ ভাগ কমিয়ে এনেছে। এ অঞ্চলে সর্বনি¤œ স্কোর করেছে ভুটান ও পাকিস্তান।  দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ১০৫তম। ভারত ১০৮তম। পাকিস্তান রয়েছে একেবারে নিচের দিকে ১৪৮তম অবস্থানে। পাকিস্তানের নিচে আর একটিমাত্র দেশ আছে। তা হলো যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন।
এ তালিকায় শীর্ষদেশ আইসল্যান্ড। এর পরে রয়েছে পর্যায়ক্রমে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিকারাগুয়া, রোয়ান্ডা, নিউজিল্যান্ড, ফিলিপাইন, আয়ারল্যান্ড ও নামিবিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর