× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানইউর অন্তবর্তীকালীন কোচ সোলশার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার

ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ব্যর্থতায় মঙ্গলবার বরখাস্ত হন হোসে মরিনহো। এক দিনের মাথায় তার জায়গায় দায়িত্ব পেলেন ওলে গুনার সোলশার। এই মৌসুমের বাকি সময়ের জন্য নরয়েজিয়ান কোচকে অন্তবর্তীকালীন হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানইউ। এক দশকেরও বেশি সময় ধরে রেড ডেভিলদের জার্সিতে খেলেছেন সোলশার। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলে ৬টি প্রিমিয়ার লীগ এবং একটি চ্যাম্পিয়নস লীগ জিতেছেন তিনি। সাবেক ফরোয়ার্ড গোল করেছেন ৯১টি।

 সোলশার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার অন্তরে। এই ভূমিকায় ফিরে আসতে পারা আমার জন্য চমৎকার। খুব প্রতিভাবান দলের সঙ্গে কাজ করার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি, এই ক্লাবের প্রত্যেকে দারুণ।’ আন্তর্জাতিক ফুটবলে সোলশার নরওয়ের হয়ে ৬৭ ম্যাচ খেলেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ দলে ছিলেন তিনি, খেলেছেন শেষ ষোলোতে।


উল্লেখ্য ২০১৫ সালে চেলসির দায়িত্ব হারানোর পর ২০১৬ থেকে আড়াই বছর ধরে ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন মরিনহো। ২০১৬ সালের মে মাসে ইউনাইটেডে যোগ দেয়ার পর সেবারই দলকে ইউরোপা লীগের শিরোপা এনে দেন মরিনহো। সেবার চ্যাম্পিয়ন্স লীগেও জায়গা পায় ইউনাইটেড। দলকে জেতান লীগ কাপও। তবে গত মৌসুমে তার অধীনে কোনো শিরোপা জেতেনি ইউনাইটেড। প্রিমিয়ার লীগে রানার্সআপ হয়েই মৌসুম শেষ করে তারা। চলতি মৌসুমটাও ভালো না হওয়ায় এবার বরখাস্ত হয়েই তাকে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর