× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কোহলির সেঞ্চুরি, ধোনির ফিনিশিং

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, বুধবার

জমে উঠলো অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অ্যাডিলেডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বিরাট কোহলির সেঞ্চুরি আর মহেন্দ্র সিং ধোনির ফিনিশিং নৈপুণ্যে ৪ বল হাতে রেখে ২৯৯ রানের টার্গেট অতিক্রম করে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডেতে ৩৪ রানে হেরে বৃথা যায় রোহিত শর্মার ১৩৩ রানের ইনিংস। এবার ১৩১ রানের ইনিংস খেলে দলের হার দেখলেন শন মার্শ। টানা দুই ম্যাচে ফিফটি করা ধোনির সঙ্গে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয়ে অবদান রাখেন দিনেশ কার্তিক। ১৪ বলে ২৫ রানের ঝড়ো ব্যাটিং উপহার দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৫৪ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ধোনি।
মেলবোর্নে আগামী ১৮ই জানুয়ারি সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল। জুটি গড়ার মন্ত্রেই সিরিজ বাঁচায় ভারত। ধোনির সঙ্গে চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন কোহলি। ৪৪তম ওভারে দলীয় ২৪২ রানের মাথায় ব্যক্তিগত ১০৪ রানে থামেন ভারতের অধিনায়ক। আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে অজিদের জয়ের নায়ক ঝাই রিচার্ডসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের তালুবন্দি হন কোহলি। তার ১১২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ওয়ানডেতে ২১৮ ম্যাচে কোহলির এটি ৩৯তম সেঞ্চুরি। সামনে কেবল স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার (৪৯)। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে সেঞ্চুরি সংখ্যায় কুমার সাঙ্গাকারাকে টপকে তৃতীয় স্থানে উঠে আসেন কোহলি (৬৪)। রেকর্ড ১০০ সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে রিকি পন্টিং (৭১)। গতকাল রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলেন রোহিত শর্মা (৪৩) ও শিখর ধাওয়ান (৩২)। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৫৪ রান যোগ করেন রোহিত। আর তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুকে (২৪) নিয়ে ৫৯ রানের জুটি গড়েন কোহলি।
এ ম্যাচেও টস জিতে ব্যাটিং নেন অ্যারন ফিঞ্চ। আগের ম্যাচের চেয়ে ১০ রান বেশি করে অস্ট্রেলিয়া। পঞ্চাশ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৮/৯। দলীয় ১৮৯ রানে পাঁচ উইকেট হারানোর পর ৯৪ রানের জুটি গড়েন শন মার্শ ও ম্যাক্সওয়েল (৪৮)। শন মার্শের এটি সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। দলীয় ২৬ রানের মধ্যে দুই ওপেনার অ্যালেক্স ক্যারে (১৮) ও অধিনায়ক ফিঞ্চকে (৬) হারায় স্বাগতিকরা। এরপর উসমান খাজার (২১, রানআউট) সঙ্গে ৫৬, পিটার হ্যান্ডসকম্বের (২০) সঙ্গে ৫২ ও ম্যাক্সওয়েলের আগে মার্কাস স্টইনিসকে (২৯) নিয়ে ৫৫ রান যোগ করেন শন মার্শ। তার ১২৩ বলে ১৩১ রানের ইনিংসটি ১১ চার  ও ৩ ছক্কায় সাজানো। পেসার ভুবনেশ্বর কুমার ৪টি ও মোহাম্মদ শামি নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় ওয়ানডে
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া: ২৯৮/৯ (শন মার্শ ১৩১, ম্যাক্সওয়েল ৪৮, স্টইনিস ২৯, ভুবনেশ্বর ৪/৪৫, শামি ৩/৫৮, জাদেজা ১/৪৯)।
ভারত: ৪৯.২ ওভার, ২৯৯/৪ (কোহলি ১০৪, ধোনি ৫৫*, রোহিত ৪৩, বেহরেনডর্ফ ১/৫২, রিচার্ডসন ১/৫৯, স্টইনিস ১/৪৬)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিরাট কোহলি
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর