× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন চাকরিতে মরিনহো

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, বুধবার


ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর বেশ কিছুদিন বেকার ছিলেন হোসে মরিনহো। তবে মরিনহোকে বেশি দিন বেকার থাকতে হয়নি। পেয়ে গেছেন নতুন চাকরি। এবার কোচিংয়ে নয়, টিভি  বিশেষজ্ঞ হিসেবে খণ্ডকালীন কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দুবাইতে চলমান এশিয়ান কাপে ফরাসি স্পোর্টস চ্যানেল বিউন স্পোর্টসে টিভি বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন সাবেক এই ম্যানসিটি কোচ। ৫ই জানুয়ারি শুরু হওয়া এশিয়ান কাপের খেলা চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টে দলগুলোর শক্তিমত্তা, কৌশল, খেলোয়াড়ের পারফরম্যান্স ইত্যাদি নিয়ে বিচার-বিশ্লেষণ করবেন মরিনহো। তবে এই খণ্ডকালীন কাজে কত পারিশ্রমিক পাবেন সেটা এখনো খোলাসা করেনি কোনো পক্ষ।    
ডেইলি সানের করা এক প্রতিবেদন মতে, চুক্তি শেষ হওয়ার আগেই ছাঁটায়ের কারণে মরিনহোকে ১৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে  ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।
ক’দিন আগে সাবেক ক্লাব বেনফিকার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো। তিনি জানান, বেনফিকার প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব নেয়ার জন্য ফোন করেছিলেন। কিন্তু আমার এখন বেনফিকাতে ফেরার কোনো ইচ্ছা নেই। এদিকে গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেনতিনা পেরেজ মরিনহোকে দলের দায়িত্ব দিতে আগ্রহী। মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসও নাকি এ ব্যাপারে সায় দিয়েছেন। নতুন কোচ সোলারির অধীনে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স মন কাড়ছে না মাদ্রিদ সভাপতির। মরিনহো চাইলে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন। এ নিয়ে ম্যান ইউর পক্ষ থেকে কোনো বাধ্য বাধকতা নেই। এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একজন কর্মকর্তা। এদিকে মরিনহো দীর্ঘদিনের সহকারী কোচ রুই ফারিয়া কাতারের আল দুহাইল স্পোর্টস ক্লাবের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। প্রায় ১৭ বছর মরিনহোর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন রুই ফারিয়া। আর  ফারিয়া কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন মরিনহো। তিনি বলেন, প্রায় ১৭ বছর এক  সঙ্গে কাজ করেছি। আমার ছাত্রটি এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন পরিপূর্ণ কোচ। আমি তার নতুন কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই। আর ফারিয়া আগেই  কাতার স্টারস লীগে দেখা হবে পেপ গার্দিওলার সাবেক সহকারী কোচ রাউল কেনেডা। কাতার স্টারস লীগের ক্লাব উম সালাল এসসিতে কোচ হিসেবে দায়িত্বরত আছেন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর