× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালীতে মেলার নামে চলছে জুয়া, অশ্লীল নৃত্য

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৬ জানুয়ারি ২০১৯, বুধবার

কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের মকবুল চৌধুরীর হাটে ৪ একর জুড়ে ‘মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ নাম দিয়ে চলছে জুয়া, মদ ও অশ্লীল নৃত্যের রমরমা ব্যবসা। মেলায় যাত্রা, ভ্যারাইটি শো, নাগর দোলা, মৃত্যুকূপ হোন্ডা, সার্কেসসহ বিভিন্ন স্টলের পাশাপাশি চলছে অবৈধ কুপন বিক্রয়। জেলার নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে সিএনজি ও অটোরিকশা করে ফেরি করে আকর্ষণীয় ও ৮০ সিসি হোন্ডা, স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন, পানির ফিল্টারসহ দামি পুরস্কার দেয়ার লোভ দেখিয়ে বিক্রয় করা হচ্ছে দৈনিক রবি লাকি কুপন। প্রতিদিনের ড্র প্রতিদিন ব্যানার, পোস্টার লাগিয়ে মাইকিং করে বিক্রি হচ্ছে লাকি কুপন। এসব লাকি কুপন কিনে তরুণ ও সাধারণ খেটে খাওয়া মানুষ সর্বস্বান্ত হচ্ছে।  এসব বন্ধের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে গতকাল কবিরহাট উপজেলার নির্বাহী অফিসার সফিকুর রহমানের কাছে অভিযোগ করলে মিডিয়া জানতে চাইলে তিনি বলেন, আপনারা নিউজ করলে বন্ধের ব্যাপারে চেষ্টা করবো। বিভিন্ন সাদা পোশাকের লোকজন মেলার জুয়ার আসরের জন্য নির্মিত ৮৮টি সামিয়ানা থেকে মোটা অঙ্কের বখরা নেয় বলে এলাকাবাসী জানায়। জুয়াসহ অবৈধ কোনো কর্মকাণ্ড না করতে মেলা কর্তৃপক্ষকে সতর্ক করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। জনগণের দাবি অমান্য করে তারা আরো বীরদর্পে ১০ই জানুয়ারি থেকে বসানো হয়েছে জুয়া, মদ ও অশ্লীল নৃত্যের আসর।
সরজমিনে গিয়ে দেখা যায়, লাকি কুপন নামে চলছে টিকিট বিক্রয়। সার্কেস এর উত্তর পার্শ্বে সামিয়ানা দিয়ে ৮৮টি জুয়ার বোর্ড বসিয়ে প্রতি বোর্ড থেকে নেয়া হচ্ছে সর্বনিম্ন ৪০ হাজার টাকা। লাকি কুপন-এর সার্কেস থেকে নেয়া হচ্ছে প্রতিদিন ৫০ হাজার টাকা করে। এসব কিছুর মূল নেতৃত্বে রয়েছেন, ক্ষমতাসীন দলের কিছু নেতা। অভিযোগ রয়েছে মেলার বিভিন্ন স্টলে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে বাংলা মদ, ইয়াবাসহ মরণ নেশাসমূহ। এতে আসক্ত হয়ে পড়েছে তরুণ ও কিশোররা। তাদের লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয় ঘটছে বলে জানিয়েছে একাধিক অভিভাবক। এই ব্যাপারে সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার এ প্রতিবেদককে জানান, আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান দিবো। মেলায় আগত নজির আহমেদ নামে এক ব্যক্তি বলেন, সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মেলা কর্তৃপক্ষ লাকি কুপন জুয়ার আসর সরাসরি স্থানীয় ক্যাবল টিভিতে প্রচার করা হচ্ছে। মেলা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান আবদুল মন্নান মুনাফ বলেন, ভোটের পরে তরুণদের বিনোদনের জন্য প্রশাসনের অনুমতি নিয়েই এ মেলাটি শুরু করেছি। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ ও অসন্তোষ চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর