× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অনুমতির অপেক্ষায় ঋতুপর্ণা

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

গত কয়েকদিন ধরেই এফডিসিতে চলছে ‘জ্যাম’ নামে নতুন ছবির কাজ। এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে। আর কিছুটা কাজ শেষ হলেই ছবিটি সম্পাদনার টেবিলে জমা হবে। ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, বর্তমানে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য আমরা অপেক্ষা করছি। তার কাজ এখনো বাকি আছে। মূলত তার ওয়ার্ক পারমিটের জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর তিনি ঢাকায় আসবেন। ১০-১২ দিনের জন্য শুটিংয়ে অংশ নেবেন ঋতুপর্ণা।
এ ছবিতে কী ধরনের চরিত্রে তাকে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে এই নির্মাতা আরো বলেন, এ ছবিতে ঋতুপর্ণাকে দর্শকরা একজন উকিলের চরিত্রে দেখতে পাবেন। তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু এখন বলতে চাই না। ‘কৃতাঞ্জলী ফিল্মস’-এর ব্যানারে ‘জ্যাম’ ছবিটি প্রযোজনা করছেন শেলী মান্না। এ ছবিতে অভিনয় করছেন ফেরদৌস, আরিফিন শুভ, পূর্ণিমা, মুকিত, সুষমা সরকার, দিপুল প্রমুখ। ছবির গল্প লিখেছেন প্রয়াত আহমদ জামান চৌধুরী। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেন ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণা। ‘একটি সিনেমার গল্প’ নামের সেই ছবিটি ভারতীয় এই চিত্রনায়িকাকে খুব একটা আলোচনায় আনতে পারেনি। বাংলাদেশের বরেণ্য চিত্রনায়ক ও প্রযোজক-পরিচালক এম এ আলমগীরের সেই ছবিটি গত বছরের বাংলা নববর্ষে মুক্তি পায়। এ ছবিতে ঋতুপর্ণার নায়ক হিসেবে অভিনয় করেন আরিফিন শুভ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর