× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে- কামরুজ্জামান

বাংলারজমিন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ইউরোপের দক্ষিণ-পশ্চিমাংশে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সংঘ বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের দ্বিতীয়বারের মতো বিজয়ী সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান কামরুজ্জামান সুন্দর বলেছেন, নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের বুকে মেলে ধরতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি প্রবাসীকেই সবার আগে নিজ এবং দেশের কথা মাথায় রেখেই কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৫৭টির অধিক দেশে ১ কোটির অধিক জনশক্তি কর্মরত আছেন। প্রবাসী বাংলাদেশিদের সততা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি গড়ে উঠেছে। বাংলাদেশের জাতীয় উন্নয়নের শীর্ষ অবদান হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই প্রবাসী বাঙালিদের সুযোগ-সুবিধা এবং অসুবিধাগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করে বিদেশ প্রেরণ করা হলে জাতীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে সেই সঙ্গে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সম্প্রতি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১৩ই জানুয়ারি ২০১৯/২০ সনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কামরুজ্জামান সুন্দর বিপুল ভোটে জয়লাভ করেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার বাদেদেউলি গ্রামে। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের বড় ভাই। প্রবাসী কমিউনিটি নেতা কামরুজ্জামান সুন্দর দীর্ঘদিন যাবৎ দেশ- বিদেশে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। এসোসিয়েশনের নির্বাচনে ২৬৭৭টি ভোটের প্রতিযোগিতায় ২০টি পদে নির্বাচিত হয় আল আমীন-সুন্দর পরিষদ। মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অন্যান্য বিজয়ীরা হলেন- সভাপতি আল আমীন মিয়া, সহ-সভাপতি জহিরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মনির উজ্জামান মনির, কোষাধ্যক্ষ আবুল হাসেম মেম্বার, সহ-কোষাধ্যক্ষ জালাল হোসেন, প্রচার ও অফিস সম্পাদক আবু বাক্কার, সহ-অফিস সম্পাদক আমির হোসেন, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক হানিফ মিয়াজী, ক্রীড়া সম্পাদক হাদী মুনসি, সহ-ক্রীড়া সম্পাদক জাহিল মিয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কাজী সোহেলী শারমিন, সহ-মহিলা ও শিশু বিষয়ক শামিমা আক্তার, সদস্য আবদুল মজিদ সুজন, আল আমীন, সাইদ, বদরুল হক মিল্লাত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর