× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে জাপা: রাঙ্গা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

 সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, গণমানুষের কথা, যানজটের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাপা ভূমিকা রাখবে। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আগ্রহী পার্টির নেত্রীদের হাতে মনোনয়ন ফরম বিতরণ করতে এসে তিনি এসব কথা বলেন। রাঙ্গা বলেন, সংবিধানে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী জাপা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। দেশের মানুষের প্রতিদিনের সমস্যার কথা আমরা সংসদে তুলে ধরবো। তিনি আরো বলেন, শক্ত বিরোধী দলের ভূমিকা রেখে দেশের সাধারণ মানুষের আস্থা অর্জন করবে জাপা। এর আগে গত ৯ই জানুয়ারি সংরক্ষিত নারী আসনে ৪ নারী নেত্রীর নাম ঘোষণার পর জাপায় দেখা দিয়েছিল ক্ষোভ ও অসন্তোষ। পরে সিদ্ধান্ত বদলে ১৫ই জানুয়ারি রাতে জাপা জানায়, মনোনয়নপত্র বিতরণ তারা উন্মুক্ত রাখছেন দলের নেত্রীদের জন্য।
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভীন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মো. মহিবুল্লাহ প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর