× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখবো: বনমন্ত্রী

বাংলারজমিন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর দেয়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ নির্বাচনী এলাকা বড়লেখায় সরকারি সফরে যান তিনি। বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হচ্ছে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। প্রতি বছর বন্যা, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, এসব হচ্ছে খাল-বিল ও নদী নালা ভরাট, দখল, পাহাড় টিলা ধংস এবং বনাঞ্চল উড়াজের কারণে। তাই এসব রোধ করতে সকলের সহযোগিতা নিয়ে তিনি পরিকল্পিতভাবে দ্রুত ব্যবস্থা নিবেন। সংবর্ধনার জবাবে তিনি কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালুর ব্যাপারে রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে ও এলাকার প্রয়োজনীয় উন্নয়ন তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।  বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে’র সভাপতিত্বে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং যুবলীগ সভাপতি তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেন, আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি সালেহ আহমদ কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সাহাব উদ্দিন, আহমদ জুবায়ের লিটন, আজির উদ্দিন, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস। এসময় মন্ত্রীকে জাতীয় পার্টি, আল ইসলাহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ফুল দিয়ে বরণ করে নেয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর