× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল গত ১০ই জানুয়ারি। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামছে আজ। উৎসবের শুরু হয় তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দ্য গেস্ট’ দিয়ে। উৎসবটির ১৭তম আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগে মোট ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২২টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ছিল ৯৬টি। ১৯৯২ সালে প্রথম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এবার উৎসবে নানা বয়সী মানুষ দেশি-বিদেশি সিনেমা দেখার জন্য বিভিন্ন সময়ে ছুটে আসে ঢাকার বিভিন্ন ভেন্যুতে। চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে ১৪ই জানুয়ারি প্রথমবারের অনুষ্ঠিত হয় নির্মাতাদের মিথস্ত্রিয়ামূলক দিনব্যাপী সেমিনার ‘ওয়েস্ট মিটস ইস্ট’।
এখানে নির্মাতা, প্রযোজকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই অংশ নেন। উৎসব চলাকালে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ বছর উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে লাখ টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট। এ ছাড়া শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্যও পুরস্কার থাকবে। বিভিন্ন ভেন্যুতে আজ শেষদিনে প্রদর্শিত হবে ভারতের নির্মাতা সৃজিত মুখার্জির ছবি ‘উমা’, চলচ্চিত্র ‘পিপসি, এ লিটল ফুল অফ হোপ’, উজবেকিস্তানের ‘রিশতা’, হাঙ্গেরির ‘ডিভোটেড’, ভারতের ‘মসকিউটো ফিলোসফি’, বাংলাদেশের ‘আলতাবানু’, বাংলাদেশ-লন্ডন-ভারতের ‘রাইজিং সাইলেন্স’, ফিনল্যান্ড-ভারত-নরওয়ের ‘রাঘু রাই’, জামার্নি-ইউকে-অস্ট্রেলিয়ার ‘আইল্যান্ড অফ দ্য হাঙ্গেরি ঘোস্ট’, ভারত-সার্বিয়ার ‘দেব ভুমি’ এবং ভারতের চলচ্চিত্র ‘ব্রোকেন উইন্ডো’। এ ছাড়া জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আরো বেশকিছু চলচ্চিত্র দেখানো হবে। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার প্রদান ও সমাপনীর মাধ্যমে উৎসবের পর্দা নামবে আজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর