× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ১৩৮৫

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন ১৩৮৫ জন। তিন দিনে এ ফরম বিক্রি হয়েছে বলে জানান দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, গতকাল ফরম কিনেছেন ৩২৮ জন। প্রতিটি ফরমের জন্য নেয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে। এর আগে গত মঙ্গলবার থেকে ফরম বিক্রি শুরু করা হয়। আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আর জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০শে জানুয়ারি পর্যন্ত। তবে এবার প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের কয়েকজন মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ।
পাশাপাশি বেশ কয়েকজন তারকাও সংসদে সংরক্ষিত আসনে এমপি হতে ফরম কিনেছেন। বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে, আগামী ১৭ই ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংশ্লিষ্টরা জানান, এ নির্বাচনে ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর