× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্লাডলাইটে বিরক্ত জকোভিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, রবিবার

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার সেট খোয়ালেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। তবে কানাডার ডেনিস শাপোভালভের বিপক্ষে চার সেটের লড়াই শেষে চতুর্থ রাউন্ডের টিকিট কাটে পুরুষ একক টেনিসে বিশ্বের এ এক নম্বর খেলোয়াড়। আর মেলবোর্নে ম্যাচ শেষে ভিন্ন ঘটনায় বিরক্তি প্রকাশ করেন সার্বিয়ান তারকা জকোভিচ। দিবালোকের এই ম্যাচের একপর্যায়ে ফ্লাডলাইট জ্বালিয়ে দেয় আয়োজকরা। আর ম্যাচ শেষে জকোভিচ বলেন, দিবালোকের আরো চার ঘণ্টা বাকি থাকতে ফ্লাডলাইট জ্বালিয়ে দেয়ার কারণ নেই। এটা একেবারেই অপ্রয়োজনীয়। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় দর্শকদের উদ্দেশ্যে জকোভিচ বলে ওঠেন, আপনারা কি বল ঠিকমতো দেখতে পাচ্ছেন? উচ্ছ্বসিত দর্শকদের হ্যাঁ-বোধক জবাব শেষে জকোভিচ বলেন, আমিও স্পষ্ট দেখছি সব। ম্যাচের দুই সেটে জয় নিয়ে তৃতীয় সেটের শুরুতে ৪-১ গেমে এগিয়ে ছিলেন জকোভিচ।
তবে পরের টানা পাঁচ গেমে জয় নিয়ে ম্যাচ চতুর্থ সেটে নিয়ে যান শাপোভালভ। আর চতুর্থ সেটে নিজেকে ফিরে পেয়ে মাত্র ২৬ মিনিটেই জয় নিশ্চিত করেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী তারকা নোভাক জকোভিচ। আর অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ধরে রাখলেন তিনি। আসরের শেষ ষোলো রাউন্ডে ১৫তম বাছাই রুশ তারকা দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর