× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

২ বছর পর প্রথম বিভাগ হকি লীগ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ জানুয়ারি ২০১৯, রবিবার

২০১৬ সালে সর্বশেষ টার্ফে গড়িয়েছিল প্রথম বিভাগ হকি লীগ। ফেডারেশনের অন্তর্কোন্দলে মাঝের দু’বছর  অনুষ্ঠিত হয়নি এই লীগ। দুই বছর বিরতীর পর আগামীকাল ১১টি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লীগে দলগুলো একে অন্যের বিপক্ষে লড়বে। চ্যাম্পিয়ন দল উঠে যাবে প্রিমিয়ার লীগে। আর একটি দল অবনমিত হয়ে যাবে দ্বিতীয় বিভাগে। যদিও প্রিমিয়ার লীগ ও দ্বিতীয় বিভাগের কোনো দিনক্ষণ নির্ধারণ করেনি ফেডারেশন। প্রথম বিভাগে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিরা খেলতে পারবেন।
দু’জন করে নিবন্ধন করা যাবে। আবার দু’জনই থাকতে পারবেন একাদশে। লীগ নিয়ে হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান পিলা বলেন, গত বছরের লীগটাই এবার মাঠে গড়াচ্ছে, ‘গত বছরের লীগটাই এই বছর হচ্ছে। দলবদল আগেই শেষ হয়েছে। এবার লীগ টার্ফে গড়ানোর অপেক্ষা।’ এবারের লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা রেলওয়ে, পিডাব্লিউডি এসসি, ফরাশগঞ্জ এসসি, মুক্তি বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইউনাইটেড ক্লাব, ব্যাচেলার্স এসসি, শিশু কিশোর সংঘ, কম্বাইন্ড এসসি, বর্ণক সমাজ, শান্তিনগর এসসি ও দিলকুশা এসসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর