× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

আসরের প্রথম ২০০ চিটাগাং ভাইকিংসের

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, রবিবার

এবারের বিপিএলে প্রথমবার দলীয় ২০০ রানের কীর্তি দেখালো চিটাগাং ভাইকিংস। গতকাল সিলেট স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে ২১৪/৪ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে চিটাগাং ভাইকিংস। বিপিএল ইতিহাসে এটি দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। এমন শীর্ষ রেকর্ডে ২০১৩তে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার সংগ্রহ ছিল ২১৭/৪। গতকাল যথাক্রমে দুই ও তিন নম্বরে ব্যাট হাতে অর্ধশতক হাঁকান ইয়াসির আলী (৫৪) ও মুশফিকুর রহীম (৫২)। আর  শেষ দিকে ব্যাট ঝড় তোলেন চিটাগং ভাইকিংসের লঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকা ও আফগান তারকা নজিবুল্লাহ জাদরান। তিন বাউন্ডারি ও চার ছক্কায় ১৭ বলে  হার না মানা ৪২ রানের ইনিংস খেলেন শানাকা। আর অপরাজিত ইনিংসে ৫ বলে ১৬ রান করেন নজিবুল্লাহ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচের দুই ইনিংসে স্কোর বোর্ডে জমা পড়ে ৩৮৯ রান। চলতি আসরে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে সিলেটের দেয়া ১৯৫ রানের টার্গেট টপকে যায় রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে চিটাগাং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠান খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর চিটাগাংকে ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে চিটাগাংকে উড়ন্ত শুরু এনে দেন মোহাম্মদ শাহজাদ। এ আফগান ওপেনার হাঁকান তিনটি করে চার-ছয়। আগের ম্যাচে দল হারলেও বল হাতে সমীহ আদায় করেন খুলনার লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ৪ ওভারের স্পেলে ২২ রানে এক উইকেট পেয়েছিলেন তিনি। তবে গতকাল এ মালিঙ্গাকে একটুও সমীহ দেখাননি তার স্বদেশি তারকা দাসুন শানাকা। ১৯তম ওভারে শানাকার ব্যাটে ২ ছক্কা খেয়ে মালিঙ্গা দেন ১৯ রান। আর ২৩ রান আসে শুভাশিস রায়ের শেষ ওভার থেকে। ইনিংসের শেষ ১৪ বলে জাদরান-শানাকা  স্কোর বোর্ডে যোগ করেন ৪৪ রান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর