× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চাঁদা না দেয়ায় শ্রমিক নেতাকে মারপিট

বাংলারজমিন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

রৌমারীতে আবারও তুষার বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে। চাঁদা না দেয়ায় নুরুল আযম বাবু নামের এক শ্রমিক নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার সকালে রৌমারী খাদ্য গুদামের সামনে তুষার, জাহিদ, অনিক, বিপুলসহ ২০-২২ জনের একটি দল ওই শ্রমিক নেতাকে পেটায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ওই সন্ত্রাসী দলটি। পরে বাবুকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।  কুড়িগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের রৌমারী শাখার সভাপতি ও মামলার বাদী নুরুল আযম বাবু জানান, বাহিনীর প্রধান সালমান ফার্সি তুষার দীর্ঘদিন ধরে তার নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি নিয়ে সোমবার রৌমারী খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। কুড়িগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানুজ্জামান স্বপন বলেন, দীর্ঘদিন থেকে ওই বাহিনীর সন্ত্রাসীরা আমার শ্রমিক সংগঠনের লোকজনকে নানাভাবে হুমকি ধমকি ও চাঁদা দাবি করে আসছিল।
বিষয়টি নিয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া আছে। তিনি ওই বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর