× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মসুরের প্রদর্শনীর ক্ষেতে পোকার আক্রমণ, কৃষকরা ক্ষতিগ্রস্ত

বাংলারজমিন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

 পুঠিয়ায় কৃষি অফিসের মসুরের প্রদর্শনীর ক্ষেতে পোকার আক্রমণে গাছ মরে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রদর্শনী প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নের তারাপুর ব্লকে বর্তমান আজিজুল হকের জমিতে বিভিন্ন নামে একাধিকবার প্রদর্শনী প্রদানের অভিযোগ উঠেছে। অপরদিকে, ধোকড়াকুল ব্লকের গোটিয়ায় বর্তমান অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে সুইটি ১০ কাঠা জমিতে গমের প্রদর্শনী প্রদান করা হয়েছে। কিন্তু সাইন বোর্ড ৩৩ শতক জমির পরিমাণ উল্লেখ করা রয়েছে। সুইটির স্বামী আতাহার আলী জানান, আমার জমি ১০ কাঠা। সেইটার উপরেই প্রদর্শনী রয়েছে।
এলাকার কৃষকরা নাম না প্রকাশের শর্তে জানান, আমাদের এলাকার গরিব চাষিদের কোনো প্রকার প্রদর্শনী ও প্রণোদনা দেয় না। কৃষি কর্মকর্তাদের মাঠেও সেভাবে পাই না।
তারা শুধু বড় বড় লোকদের সকল প্রকার সুবিধা প্রদান করে। শুধু তাই নয় সারের ডিলারদের সকল প্রকার প্রদর্শনী ও প্রণোদনাসহ সকল সুবিধা প্রদান করে থাকে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বীতরণ (৩য় পর্যায়) প্রকল্পের বারি মসুর-৭ এর মসুর প্রদর্শনী উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার এসএমইতে মোট ৫টা প্রদর্শনী রয়েছে। চলতি মৌসুমে ৩ হাজার ২০০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এতে অর্জিত হয়েছে ২১০০ হেক্টর জমিতে।
শিবপুর ব্লকের কৃষক মো. আজিজুল হক জানান, আমার এক একর জমিতে মসুরের প্রদর্শনী পেয়েছি। মসুরের জমিতে ভাইরাসজানিত রোগে মসুরের গাছের গুঁড়া থেকে মরা যাচ্ছে। কীটনাশক দিয়েও কাজ হয়নি।  
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মনজুরে মাওলা জানান, মসুরের প্রদর্শনী ক্ষেতে গাছ মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। কম জমিকে বেশি জমি দেখিয়ে প্রদর্শনীর বিষয়ে একাধিক জায়গায় জমি থাকতে পারে। আর সারের ডিলারদের প্রতিটি প্রদর্শনীর বিষয়ে এ রকম হওয়ার সুযোগ নেই। তবে তিনি কৃষক হিসেবে প্রদর্শন পেতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর