× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আশুলিয়ায় ঘুরছে আলোর ফেরিওয়ালা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই স্লোগানকে বাস্তবে রূপ দেয়ার জন্য আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় শ্রীপুর জোনাল অফিসের ‘আলোর ফেরিওয়ালা’রা কন্ডা, সুবন্দি, কন্ডা মাঝিপাড়া, কবিরপুর ও বাইদগাঁওসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় গত এক সপ্তাহে প্রায় ২০টি পরিবারকে দ্রুত বিদ্যুৎসংযোগ প্রদান করেছেন। মূলত প্রতিটি এলাকা শত ভাগ বিদ্যুতায়নের আওতায় আনতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের দ্বারে দ্বারে ঘুরছে আলোর ফেরিওয়ালা। অটোরিকশায় দ্রুত সংযোগ, দ্রুত অভিযোগের সমাধান লেখা ব্যানার ঝুলিয়ে বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে দলে দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। মাত্র পাঁচ মিনিটে বিদ্যুৎসংযোগ প্রদানের মাধ্যমে ভ্রাম্যমাণ আলোর ফেরিওয়ালারা ইতিমধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। কবিরপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগের কারণেই কোনো রকম ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে বিদ্যুৎসংযোগ পেয়েছেন। এজন্য তিনি বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশের প্রতিটি এলাকায় গৃহীত এমন উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া সুবন্দি এলাকার আনন্দ চন্দ্র সরকার, বাইদগাঁও’র শাহেদ আলী, মনোয়ারা বেগম, কবিরপুরের মজিবর রহমান ও রফিকুল ইসলাম জানান, মাসের পর মাস ঘুরেও এলাকার অনেকেই এখনও বিদ্যুৎ পায়নি।
কিন্তু শেখ হাসিনার উদ্যোগের কারণে আলোর ফেরিওয়ালারা গ্রাহকের বাড়ি বাড়ি ঘুরে অল্প সময়ে বিদ্যুৎসংযোগ প্রদান এবং অন্যান্য সমস্যার সমাধানও দিচ্ছেন। সরকারের এমন উদ্যোগের কারণে বিদ্যুৎ অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য কমার পাশাপাশি গ্রাহকরাও হয়রানি থেকে মুক্তি পাবে বলেও আশা প্রকাশ করেন সাধারণ গ্রাহকরা। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর শ্রীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহমান সরকার বলেন, বর্তমান সরকারের নানা পরিকল্পনার মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর বিষয়টি অন্যতম। সেই লক্ষ্যে আমরা গ্রাহকদের দ্বারে দ্বারে সেবাটি পৌঁছে দেয়ার চেষ্টা করছি। তবে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা ইতিমধ্যে শত ভাগ বিদ্যুতায়নের আওতায় আসলেও প্রতিনিয়ত বাড়ি নির্মাণ হওয়ার কারণে নতুন বিদ্যুৎসংযোগের প্রয়োজন হচ্ছে। তাদের চাহিদা মেটানোর জন্য আলোর ফেরিওয়ালাদের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে গ্রাহককে সংযোগ প্রদান করা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর