× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় শূন্য রেখায় ৩১ নারী-পুরুষের মানবেতর জীবন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/কসবা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে এখনো অবস্থান করছে ৩১ নারী-পুরুষ ও শিশু। ৪দিনেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। শুক্রবার সন্ধ্যায় বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। কিন্তু ওইদিন তাদের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ নিয়ে রোববার বিজিবি ও বিএসএফ’র মধ্যে একাধিকবার পতাকা বৈঠকও হয়েছে। কিন্তু এর কোনো সমাধান হয়নি। কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে এখন মানবেতর অবস্থায় রয়েছে  নারী-পুরুষ ও শিশুদের ওই দলটি।
এদিকে ওই ৩১ জন আসলে কোন দেশের নাগরিক সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। কসবার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মান্নান জানান- আশ্রয় নেয়া লোকদের কাছে ইউ এন এইচ সি আর কর্তৃক প্রদত্ত রিফিউজি কার্ড, রিফিউজি সার্টিফিকেট, জম্মু কাশ্মীর ইন্টিগ্রেডেট চাইল্ড ডেভেলপমেন্ট ন্যাশনাল হেলথ মিশন জম্মু কাশ্মীরের হেলথ কার্ড সংগ্রহ করা হয়েছে। যেসব কার্ডের মেয়াদ আরো পাঁচ ছয় মাস পর্যন্ত রয়েছে। এসব কার্ডে লেখা রয়েছে জোরপূর্বক তাদের দেশ থেকে বের করা যাবে না। তিনি বলেন এসব কার্ড থেকে প্রতিয়মান হচ্ছে তারা ভারতে আশ্রয় নেয়া অন্যকোনো দেশের নাগরিক।
এনিয়ে রোববার ভারত-বাংলাদেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক হয়েছে। ২০২৯ পিলারের কাছে অনুষ্ঠিত বৈঠক দুটিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) গোলাম কবির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ভারতের বিএসএফের ১২০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) রবমেশ কুমার। তবে এ বিষয়টি নিয়ে কোনো কথা বলছেন না বিজিবি’র কর্মকর্তারা। রোববারের পতাকা বৈঠকের পর বিজিবির অধিনায়ক গোলাম কবির আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর