× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফতুল্লায় বস্তিতে অগ্নিকাণ্ড

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

নারায়ণগঞ্জে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা কারাগার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা কারাগারসহ একটি সিএনজি পাম্প। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই বস্তির একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই বস্তিতে কয়েকটি পরিবার থাকলেও অন্য পরিবারগুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করে।
বস্তিটির ১শ’ গজ দূরেই জেলা কারাগার ও একটি সিএনজি পাম্প রয়েছে। এ ছাড়া ওই বস্তির মাঝখানে রয়েছে নবনির্মিত নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার অফিস। এলাকাবাসীর অভিযোগ, এ বস্তিতে প্রতিবছরই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও সরকারি ওই দুটি প্রতিষ্ঠানের আশপাশ থেকে অবৈধভাবে গড়ে ওঠা বস্তিটি উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেয়া হয় না। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বস্তির অর্ধশতাধিক ঘর ও ঝুটের গোডাউন পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর