× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভূঞাপুরে দুই ঘণ্টার ব্যবধানে চার বাড়িতে চুরি

বাংলারজমিন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

ভূঞাপুরে দিনদুপুরে চার বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা আনসার-ভিডিবি কর্মকর্তার বাসাসহ আরো তিনটি বাসায় চুরির এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে খবর আসে উপজেলা আনসার-ভিডিবির কর্মকর্তা সাজেদা আক্তার শান্তির বাসায় তালা ভেঙে ৫ ভরি সোনার গহনা ও নগদ ৩৫ হাজার টাকা, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী জয়নব খাতুনের বাসা থেকে নগদ ৪ হাজার টাকা, ইবরাহীম খাঁ সরকারি কলেজ সংলগ্ন শফিকুল ইসলামের বাসার দ্বিতীয়তলার দুই ভাড়াটিয়া প্রকৌশলী রবিনের রুম থেকে ১ ভরি সোনার গহনা ও পাশের ফ্ল্যাটের বাসিন্দা প্রকৌশলী মুক্তার আলীর বাসার তালা ভেঙে নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। আর এই চারটি চুরির ঘটনা ঘটে দুই ঘণ্টার ব্যবধানে। চুরির ঘটনার খবর পেয়েই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং দ্রুত শেষ করে ওই সব বাসা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ ছাড়া গত শনিবার রাতে পৌর এলাকার ফসলান্দি গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী নওশের খানের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। অন্যদিকে গত ৬ই জানুয়ারি ভূঞাপুর প্রেস ক্লাবের সহসভাপতি আতোয়ার রহমানের বাসায় দুপুর ১২টার দিকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। এ সময় ৭ ভরি সোনার গহনা ও নগদ ২৯ হাজার টাকা চুরি করে চোর চক্র।
এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে উপজেলায় ধারাবাহিকভাবে চুরির ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটলেও অজ্ঞাত কারণে পুলিশ চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, চুরির ঘটনার বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ওসি তদন্তসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব শিগগির দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর