× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যানসার আক্রান্ত শিশু নিহা বাঁচতে চায়

বাংলারজমিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

 মোসা. নিহা আক্তার। বয়স ৯ বছর। এখনও বুঝে উঠতে পারেনি পৃথীবির নিয়মনীতি। সবেমাত্র হেঁটে স্কুলে যাচ্ছে সে। তবে অদ্ভুত এ পৃথীবির এক দমকা হাওয়ায় ধূলিস্যাৎ ছোট্ট শিশু নিহার পথচলা। হঠাৎই তার ধরা পড়ে ব্লাড ক্যানসার। নিহা ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকার আলতাফ মুন্সিবাড়ির ইলিয়াছের মেয়ে। এছাড়া নিহা ধলিগৌরনগরের এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহার বাবা ইলিয়াছ পেশায় একজন মুরগি ব্যবসায়ী। নিজের কন্যাকে বাঁচাতে পথে পথে ঘুরছেন মুরগি ব্যবসায়ী বাবা ইলিয়াছ। প্রতিনিয়ত চার কন্যা সন্তানের মধ্যে তৃতীয় সন্তান নিহাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইলিয়াছ সন্তানের চিকিৎসার জন্য প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। এখন খরচ যোগাতে না পেরে সাহায্য চেয়েছেন সমাজের বৃত্তবানদের কাছে। মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য তিনি ঘুরছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে। ইলিয়াছ বলেন, আমার মেয়েকে বাঁচাতে চাই। ডাক্তার বলেছেন, ওর চিকিৎসা করাতে প্রায় ৭ লাখ টাকা খরচ হবে। এর মধ্যে অল্প একটু জমি ছিল, তা বিক্রি করে নিহার চিকিৎসার জন্য প্রায় দেড় লাখ টাকা দিয়েছি। আমি এখন আর পারছি না। তাই সমাজের বৃত্তবানদের কাছে নিহাকে বাঁচাতে সাহায্য চাইছি। অনুগ্রহ করে সবাই আমার এই ছোট্ট মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসুন। নিহাকে বাঁচাকে কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭০৭৮০৯৩৭৪ (বিকাশ) এই নম্বরে যোগাযোগ করুন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর