× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়ার্নারের অস্ত্রোপচার আজই

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে বিপিএল খেলতে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের নেতৃত্ব দেয়ার পাশাপাশি দারুণ খেলছিলেন এই অজি তারকা। কিন্তু কনুইয়ের চোটের কারণে শেষ করতে পারলেন না। কনুইয়ের চোটে বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন ওয়ার্নার। আজই তার চিকিৎসকের কাছে যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আজই অস্ত্রোপচার করাবেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। এমন তথ্যই জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।  
ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞায় পড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আর সহঅধিনায়ক।
দু’জনই এবার প্রথমবারের মতো খেলতে এসেছিলেন বিপিএলে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে স্মিথ মাত্র দুই ম্যাচ খেলে চোট নিয়ে দেশে ফেরেন। ওয়ার্নার অবশ্য সিলেটের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ। এর মধ্যে তিনটিতেই ফিফটি পেয়েছেন তিনি। এই দুইজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯শে মার্চ।


আশা করা হচ্ছিল, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তারা। তবে, চোটের কারণে সেই ফেরা হয়তো আরো পিছিয়ে যাবে। তবে, বিশ্বকাপের আগেই তারা ফিরতে পারবেন, সেই আশা এখনো ভক্ত সমর্থকদের।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর