× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফের মেসিতে উদ্ধার বার্সার বার্সেলোনা ৩-১ লেগানেস

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

বল পায়ে আরো একবার ঝলক দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি খেলতে নেমে উদ্ধার করলেন বার্সেলোনাকে। স্প্যানিশ লা লিগায় রোববার রাতে লেগানেসের বিপক্ষে ৩-১ গোলে জয় দেখে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত খেলা চলছিল ১-১ গোলের সমতায়। ৩২তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে বসে। তবে বদলি হিসেবে মাঠে নেমে পার্থক্য গড়ে দেন লিওনেল মেসি। দলের তৃতীয় গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার আর লুইস সুয়ারেজকে বানিয়ে দেন বার্সার দ্বিতীয় গোলটি। লা লিগায় গত সেপ্টেম্বরে প্রথম সাক্ষাতে লেগানেসের মাঠে ২-১ গোলে হার দেখেছিল বার্সেলোনা।

রোববার বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে ৩২তম মিনিটে বিশ্বকাপ জয়ী তারকা দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সা। চলতি লা লিগায় এটি দেম্বেলের অষ্টম গোল। ৫৭তম মিনিটে পাল্টা আক্রমণে মার্টিন ব্রাথওয়েটের গোলে সমতায় ফেরে সফরকারী লেগানেস। চার দিন আগে কোপা দেল রেতে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে দলের একমাত্র গোলটি করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। ৬৪তম মিনিটে মিডফিল্ডার কার্লোস আলেনাকে বসিয়ে মেসিকে মাঠে নামান কোচ আরনেস্তো ভালভার্দে। এর ২ মিনিট পরই চোট নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। ৭১তম মিনিটে সুয়ারেজের গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। আর ম্যাচ শেষে আলোচনায় ওঠে গোলটি। চলতি লা লিগায় সুয়ারেজের এটি ১৫তম গোল। ম্যাচের যোগ করা সময়ে গোল আদায় করেন মেসি। চলতি লা লিগায় সর্বোচ্চ ১৮ গোলের কৃতিত্ব মেসির। গত নভেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলের ড্র শেষে লা লিগায় টানা সাত ম্যাচে জয় দেখলো বার্সা। আসরে ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার শীর্ষে বার্সেলোনা। শনিবার হুয়েস্কাকে ৩-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। একই দিনে সেভিয়াকে ২-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চতুর্থ স্থানে সেভিয়ার সংগ্রহ ৩৩ পয়েন্ট।
অন্য আলোচনায় সুয়ারেজের গোল
ম্যাচের ৭০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন লিওনেল মেসি। মেসির দূরপাল্লার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন লেগানেসের গোলরক্ষক ইভান কুয়েলার। কিন্তু বল হাতে জমাতে পারেননি তিনি। আর বল কুয়েলারের হাতে পড়ার সঙ্গে সঙ্গেই তার হাতে লাথি দেন সুয়ারেজ। যার ফলে বল ছুটে গিয়ে জালে জড়ায় আর সুয়ারেজের হাঁটু আঘাত হানে কুয়েলারের মুখে। কুয়েলার মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পর লেগানেসের খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারিকে। গোলের বাঁশি বাজালেও রেফারির সুযোগ ছিল ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের। লা লিগায় এই মৌসুমে যুক্ত হওয়া প্রযুক্তি ব্যবহার করলে হয়তো সন্দেহ কাটতো। কিন্তু রেফারি গোলের সিদ্ধান্তে অটল থাকেন। ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহার করলে গোলটি বাতিল হতে পারতো। এমনকি হলুদ কার্ডও পেতে পারতেন সুয়ারেজ। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৫৯ বার ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহার করেছেন রেফারিরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর