× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

টটেনহ্যামের পাঁচ বছরে ‘প্রথম’

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

ইংলিশ প্রিমিয়ার লীগে গত পাঁচ বছরে প্রথমবার হ্যারি কেইন অথবা সন হিউং-মিনকে ছাড়া জয় দেখলো টটেনহ্যাম হটস্পার। তবে ম্যাচে এ দুই স্ট্রাইকারের অভাব ভালোমতোই টের পেয়েছে স্পাররা। রোববার প্রিমিয়ার লীগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় দেখে টটেনহ্যাম। ম্যাচের ৫১তম মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি পায় টটেনহ্যাম। সর্বশেষ ২০১৫ সালের মার্চে কেইন/সনকে ছাড়া সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জয় দেখেছিল স্পাররা। রোববার রাতে ফুলহ্যামের ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া স্ট্রাইকার ফারনান্দো ইয়োরেন্তে।
গত সপ্তাহে এফএ কাপের ম্যাচে হ্যাটট্রিক নৈপুণ্য দেখিয়েছিলেন টটেনহ্যামের এ স্প্যানিয়ার্ড স্ট্রাইকার। ৫১তম মিনিটে গোল নিয়ে টটেনহ্যামকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। আর ৯০+৩তম মিনিটে ডিফেন্ডার হ্যারি উইংকসের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পাররা। এদিন নতুন ইনজুরিতে পড়েন ডেলে আলি। ইনজুরি নিয়ে মাঠের বাইরে রয়েছেন চলতি প্রিমিয়ার লীগে ১৪ গোলের তারকা হ্যারি কেইনও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে টটেনহ্যাম। সমান ম্যাচে লিভারপুলের ৬০ ও ম্যানচেস্টারসিটির সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে চেলসি। সমান ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার পরের দুই স্থানে রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার  ইউনাইটেড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর