× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ইমরান খানের সঙ্গে বসা উচিত ট্রাম্পের’

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জানুয়ারি ২২, ২০১৯, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর-পর্বে তিনি এ আহ্বান জানান। ১৭ বছর ধরে আফগান যুদ্ধ থামাতে পাকিস্তান ও সংশ্লিষ্ট দেশগুলোর দরকষাকষি চলমান রাখতেই দুই দেশের প্রধানকে আলোচনায় বসতে হবে বলে জানান তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা। গ্রাহাম বলেন, আমি দেখতে পাচ্ছি এখানকার পরিস্থিতি ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। সামপ্রতিক বছরগুলোতে কয়েক ডজন বার পাকিস্তান সফর করেছেন তিনি। ইমরান খান গত বছর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসেই আফগান শান্তির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তার বিষয়ে গ্রাহাম বলেন, ট্রাম্প যদি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে এ অঞ্চল সম্পর্কে আরো বেশি আশাবাদী হয়ে উঠবেন তিনি। এর আগে গ্রাহাম ইমরান খানের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ইমরান খানের কারণে আমাদের সম্পর্ক উন্নয়নের এক অনন্য সুযোগ পেয়েছি। এর আগে দু’দেশের সম্পর্ক ছিল লেনদেনের। কিন্তু এটিকে কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়া উচিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর