× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

বিপিএল খেলা বন্ধ করাসহ ১৩ দফা দাবি জানিয়ে মানববন্ধন করা ‘আওয়ামী ওলামা লীগ’-এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দলটি। ওই সংগঠনটি যে দাবি করেছে তা আওয়ামী লীগের নীতিবিরোধী উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকা- পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলে  সোমবার মানববন্ধন করে ওলামা লীগ। পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলের দাবি জানিয়ে এতদিনেও তা না করায় সরকারের সমালোচনাও করেন তারা। বিজ্ঞপ্তিতে আবদুস সোবহান  গোলাপ বলেন, আমরা অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বলতে চাইÑ আওয়ামী ওলামা লীগ নামে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নাই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের  কোনো সম্পর্ক নেই। আওয়ামী ওলামা লীগের নামে এই ধরনের কর্মকা- পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও  বেআইনি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর