× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

অডিও-প্লেব্যাকে বুলবুলের জনপ্রিয় অনেক গান

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

বরেণ্য গীতিকবি, সুরকার, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না...রাজিউন)। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অডিও-চলচ্চিত্রে তার রচিত ও সুরারোপিত অসংখ্য গান জনপ্রিয়তা অর্জন করে। উল্লেখযোগ্য কিছু গান হলো:
১. সব কটা জানালা খুলে দাও না (সাবিনা ইয়াসমিন)
২. সেই রেল লাইনের ধারে (সাবিনা ইয়াসমিন)
৩. আমার সারা দেহ খেয়ো গো মাটি (এন্ড্রু কিশোর)    
৪. আমার বুকের মধ্যেখানে (এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী)    
৫. আম্মাজান আম্মাজান (আইয়ুব বাচ্চু)    
৬. পড়ে না চোখর পলক (এন্ড্রু কিশোর)    
৭. যে প্রেম স্বর্গ থেকে এসে (খালিদ হাসান মিলু ও কনকচাঁপা)    
৮. তুমি মোর জীবনের ভাবনা (এন্ড্রু কিশোর)  
৯. চিঠি লিখেছে বউ আমার (মনির খান)    
১০. আমার দুই চোখে দুই নদী (সামিনা চৌধুরী)    
১১. একাত্তুরের মা জননী (আগুন ও রুনা লায়লা)
১২. জীবন ফুরিয়ে যাবে ভালবাসা ফুরাবে না জীবনে (এন্ড্রু কিশোর ও কনক চাঁপা)
১৩. আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর)     
১৪. আমি জীবন্ত একটা লাশ (কুমার বিশ্বজিৎ)
১৫. অনেক সাধনার পরে (খালিদ হাসান মিলু ও কনক চাঁপা)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর