× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বাণিজ্যযুদ্ধ ও দুর্বল ইউরোপের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা আইএমএফের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জানুয়ারি ২২, ২০১৯, মঙ্গলবার, ৩:০৮ পূর্বাহ্ন

বাণিজ্যযুদ্ধ ও দুর্বল ইউরোপের কারণে বিশ্ব অর্থনীতিতে দ্রুত মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংস্থা আইএমএফ। ইউরোপজুড়ে এবং বেশ কিছু উদীয়মান বাজার অর্থনীতিতে দুর্বলতার ফলে এ বছর ও ২০২০ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে পূর্বাভাষে এ কথা বলেছে আইএমএফ। তারা বলেছে, এ সময়ে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাবে। তিন মাসের মধ্যে অর্থনৈতিক মন্দার বিষয়ে এটাই আইএমএফের দ্বিতীয় রিপোর্ট। তারা এক্ষত্রে উল্লেখ করছে প্রত্যাশার চেয়ে অনেক বড় চীনা অর্থনীতির অবনমন এবং কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট সম্পাদনের সম্ভাব্য ঝুঁকির কথা। আইএমএফ বলছে, এসব ঘটনায় আর্থিক বাজারের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়তে পারে। তারা পূর্বাভাষ করেছে যে, ২০১৯ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে শতকরা ৩.৫ ভাগ এবং আগামী বছর তা দাঁড়াবে শতকরা ৩.৬ ভাগ। এই হার গত অক্টোবরে দেয়া পূর্বাভাষের চেয়ে যথাক্রমে শতকরা ০.২ ভাগ ও ০.১ ভাগ কম।
এ সপ্তাহে ডাভোসে বসছে বিশ্ব নেতা ও ব্যবসায়ীদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক। তার প্রাক্কালে আইএমএফ এমন পূর্বাভাষ দিয়েছে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, নীতিনির্ধারকদের এমন অবস্থা থেকে উত্তরণে পরিকল্পনা নিয়ে এগুতে হবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড বলেন, দুই বছর অর্থনীতির সম্প্রসারণের পর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক ধীর গতিতে অগ্রসর হচ্ছে। এতে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এর অর্থ কি বিশ্বজুড়ে একটি বৈশ্বিক মন্দা আঘাত করবে? না। কিন্তু বিশ্ব অর্থনীতির দ্রুত অবনমনের ঝুঁকি অবশ্যই বৃদ্ধি পাচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর