× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নায়করাজের জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৩ জানুয়ারি ২০১৯, বুধবার

কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাক দর্শক হৃদয়ের মণিকোঠায় সবার মধ্যমণি হয়ে আছেন। আজ চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়কের ৭৮তম জন্মদিন। এই উপলক্ষে চ্যানেল আইয়ে বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার করা হবে নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনন করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তৈরি ৯০ মিনিটের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ। রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন। এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয় জীবনের সহশিল্পী কবরী, ববিতা প্রমুখ।
নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০১৮ এর ২১শে আগস্ট। সে উপলক্ষে শাইখ সিরাজের নির্মাণে আলোচিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি প্রথমে চ্যানেল আইর পর্দায় এবং পরে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়। প্রামাণ্যচিত্রটি মুক্তির পর প্রশংসা করেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের সমকালীন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, চিত্রসমালোচক, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রাজ্জাকের পুরো পরিবার। এদিকে নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, আমরা আজ সকালে পরিবারের সকলে মিলে বাবার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবো। এরপর দুপুরে বাসায় আত্মীয়স্বজনরা মিলে দোয়া করার পর রাজধানীর পূর্বাচলের একটি এতিমখানায় আসরের নামাজ শেষে এতিমখানার বাচ্চাদের নাস্তা বিতরণ ও বাবার জন্য মোনাজাত করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর