× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসিসি অ্যাওয়ার্ডে কোহলির ইতিহাস

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, বুধবার

প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা শীর্ষ তিনটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’, বর্ষসেরা টেস্ট খেলোয়াড় ও বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের স্বীকৃতিতে ভূষিত হন ভারতের অধিনায়ক। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন কোহলি। টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা দলের অধিনায়কও তিনি। দুই ফরমেটেই সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ২০১৮ সাল শেষ করেন এই রানমেশিন। আর টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে নতুন বছর শুরু করেন কোহলি। কোহলির নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করে ভারত। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে কোহলির নামের পাশে শোভা পাচ্ছে ১৩ টেস্টে ১৩২২ রান।
ব্যাটিং গড় ৫৫.০৮। সেঞ্চুরি রয়েছে ৫টি। আর গত পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১৪ ম্যাচে ৬টি সেঞ্চুরির সাহায্যে ১২০২ রান করেন কোহলি। ব্যাটিং গড় ১৩৩.৫৫! এ সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে করেন ২১১ রান।  আইসিসির বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হওয়ার দৌড়ে কোহলির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাদা। আর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় পুরস্কারে রানারআপ হন আফগানিস্তানের লেগস্পিন সেনসেশন রশিদ খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর