× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দলের তারকাদের চেয়ে জয়ই আসল মাশরাফির

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০১৯, বুধবার

রংপুর রাইডার্স যেন তারার মেলা। ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশোর পর দলে যোগ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর সেই দলের নেতৃত্ব দিচ্ছে দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মূলত তারকা ক্রিকেটার সামলাতেই অধিনায়ককে হিমশিম খাওয়ার কথা। তবে রাইডার্স অধিনায়কের কাছে দলের জয়ই আসল। সেখানে তারকা ক্রিকেটাররা তার কাছে তেমন বড় কোনো বিষয় নয় বলেই জানিয়েছেন তিনি। গতকাল ম্যাচ শেষে সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ খেলার সময় এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়। আমরা খুব ভালো জায়গায় ছিলাম না, এখনো যে খুব ভালো জায়গায় আছি তাও না।
আর আমাদের দলের ব্যালেন্সটা অন্যান্য দলের মতো না। আমাদের টপ অর্ডারে হয়তো ভালো। টপ অর্ডার যতক্ষণ খেলতে পারবে আমরা ততক্ষণ ম্যাচে থাকবো। আর শেষ দুই ম্যাচে কেউ না কেউ ঐখানে খেলেছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন প্লেয়ার অনেক জায়গাই খেলে, ওটা থেকে টিম বেশি গুরুত্বপূর্ণ।’ অন্যদিকে বড় বড় তারকাদের কাছ থেকে বাংলাদেশের তরুণদের শেখার অনেক কিছু খেলার আছে। তবে তার জন্য তরুণদের আগ্রহ থাকতে হবে বলেই মনে করে মাশরাফি। তিনি বলেন, ‘তারা অনেক কমফোর্ডটেবল (গেইল, হেলস, ভিলিয়ার্স), কেউ যদি জানতে না চায় তাহলে কেউ তো নিজ থেকে সে বলবে না। আমাদের রেসপনসিবিলিটি ওদের কাছ থেকে কিছু শেখা। এবি ডি ভিলিয়ার্সের মতো প্লেয়ার আছে ড্রেসিং রুমে। শুরু আমাদের দলের প্লেয়াররা, তা না। অন্যান্য দলের প্লেয়াররা যদি কিছু জানতে চায়, শিখতে চায়, অবশ্যই ওরাও ওপেন আছে। যদি কেউ জানতেও চায়, অন্যান্য দলের কেউ আমাদের কাছে এসে বললে আমরাও হেল্প করতে পারি। কিছু জানতে চাইলে ওরা রেডি আছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর