× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সংরক্ষিত আসনে এমপি হতে চান ব্যারিস্টার মৌসুমী কবিতা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় এমপি হতে চান রাজবাড়ীর মেয়ে সুপ্রিম কোর্টের তরুণ ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা। সে লক্ষ্যে ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরমও জমা দিয়েছেন তিনি। সংরক্ষিত আসন থেকে এমপি মনোনীত হলে তিনি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে উদ্যোগ নিতে চান। নারীদের মধ্যে সচেতনাবোধ সৃষ্টি, নারীর প্রতি সহিংসতা দমন ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে চান। রাজনীতিকদের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে এনে রাজবাড়ীর তৃণমূলে শক্তিশালী করতে চান মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান। পাশাপাশি চান একজন উচ্চ শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ নারী সংগঠক হিসেবে রাজবাড়ী জেলার নারীদের প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে রাখতে চান অগ্রণী ভূমিকা। সুযোগ পেলে তিনি স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল, স্বজনপ্রীতি, ভূমিদস্যুতা ও সালিশের নামে অর্থগ্রহণের মতো বিষয়গুলো দূর করতে চান। রাজবাড়ীর বালিয়াকান্দির মেয়ে চৌধুরী কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স, মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অনার্স ও বিপিটিসি’র পর লিংকন ইন থেকে অর্জন করেছেন বার-অ্যাট-’ল। সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয় ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা বর্তমানে ইউজিসি, বিডব্লিউডিবি, বিটিসিএল, বিজিএফসিএল, সোনালী ব্যাংক, আরপিসিএল ও সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে মেধাবী চৌধুরী মৌসুমী কবিতা অত্যন্ত পরিচিত মুখ ক্রীড়া ও সাংস্কৃৃতিক অঙ্গনে। দাবায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে মহিলা ইনডোর গেমসের একাধিকবারের চ্যাম্পিয়ন। বহুমুখী প্রতিভার অধিকারী কবিতা বিটিভি’র একজন প্রথম গ্রেডের তালিকাভুক্ত শিল্পী ও আবৃত্তিকার। রত্মগর্ভা মায়ের সন্তান মৌসুমী কবিতার ভাই-বোনেরা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত চৌধুরী কবিতা আইনজীবী হিসেবে রাজবাড়ী ও ঢাকায় আওয়ামী লীগের দরিদ্র নেতাকর্মীদের বহু হয়রানিমূলক রাজনৈতিক মামলা বিনাপারিশ্রমিকে পরিচালনা করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভূমিকা রেখেছেন রাজবাড়ী-১ ও ২ আসনে। পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী চৌধুরী কবিতা কর্মজীবনে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজবাড়ীর মানুষ ও দলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন মৌসুমী কবিতার বিশ্বাস তিনি প্রধানমন্ত্রীর মূল্যায়ন পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর