× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রের আকাশে ২ ড্রোন, বিমান চলাচল ব্যাহত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জানুয়ারি ২৩, ২০১৯, বুধবার, ১২:২৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের নিওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুটি ড্রোন দেখা যাওয়ায় সেখানে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। এসব ড্রোন আকাশে থাকা বিমানের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এরপর থেকে সেখানকার ফ্লাইটগুলো উড্ডয়ন করতে দেয়া হয় নি। পরে অবশ্য বিমান চলাচল শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে একজন পাইলট জানিয়েছেন যে, তার বিমানের ৩০ ফুটের ভিতর চলে এসেছিল একটি ড্রোন। এ সময় তিনি টেটারবরো বিমানবন্দরে যাচ্ছিলেন। ওই খবর পেয়ে পূর্ব সতর্কতা হিসেবে নিওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রে এই বিমানবন্দরটি সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের মধ্যে ১১তম। প্রতি বছর এ বিমানবন্দর দিয়ে দুই কোটি মানুষ চলাচল করে। এর আগে বড়দিনের সময়ে লন্ডনের গ্যাটউইক বিমানন্দরে একই রকম ঘটনা ঘটে। সেখানাকার আকাশেও দেখা দেয় ড্রোন। এর ফলে তিন দিন ওই বিমানবন্দরের কয়েক শত ফ্লাইট আকাশে উড়তে দেয়া হয় নি।
নিউ জার্সিতে মঙ্গলবারের ওই ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে নিওয়ার্কমুখী ফ্লাইটগুলো থেকে দুটি রিপোর্ট পাই। তাতে বলা হয়, নিউ জার্সির টেটারবরোর আকাশে ৩৫০০ ফুট উপরে ড্রোন দেখা গেছে। এ অবস্থায় নিওয়ার্কের দিকে আসা ফ্লাইটগুলোকে অল্প সময়ের জন্য ‘হেল্ড’ করে রাখা হয়। তারপর আর কোনো ড্রোন দেখা না যাওয়ায় বিমান চলাচল শুরু হয়েছে। তবে নিওয়ার্কমুখি অন্য বিমানবন্দরগুলোতে আমরা স্থগিতাদেশ বহাল রেখেছি। তা তাড়াতাড়িই প্রত্যাহার করা হবে বলে আমরা আশা করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর