× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে ভাড়া বাসায় যুবদল নেতার গলিত লাশ

অনলাইন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৫ বছর আগে) জানুয়ারি ২৩, ২০১৯, বুধবার, ৩:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ির ২নং গলির ভাড়া বাসা থেকে মহানগর যুবদলের নেতা রাশেদুল হাসান মিল্টনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।


কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, যুবদল নেতা রাশেদুল হাসান মিল্টন কাজীর দেউড়ির ২নং গলির একটি ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে বাসার দরজা ভেঙ্গে তার গলিত লাশ উদ্ধার করা হয়।


তিনি বলেন, মিল্টনের মরদেহে পঁচন ধরেছে। তবে তার শরীরের কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হয়তো ৪-৫ দিন আগে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।
তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রীস আলী জানান, রাশেদুল হাসান মিল্টন চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা। তার মৃত্যু কিভাবে হয়েছে জানা নেই। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হয়তো মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর