× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলাধুলায় প্রথম পিএইচডি সালমা আরজুর

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

শারীরিক শিক্ষা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী বাংলাদেশের প্রথম অ্যাথলেট ডক্টর সালমা আরজু। শিক্ষাজীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলেট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডই ছিল তার প্রিয় খেলা। খেলোয়াড়ি জীবনে ১০০ মিটার, ২০০ মিটার, হাইজাম্প এবং লংজাম্পে দেখিয়েছেন শ্রেষ্ঠত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে উপ-পরিচালকের দায়িত্ব পালন করছেন সালমা আরজু। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়ার পর থেকে শামসুন নাহার হল অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন স্থানটি দখলে রাখেন ২০০০ সাল পর্যন্ত। এরই মাঝে ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ক্রীড়াবিদ হিসেবে ৪১তম সমাবর্তনে তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে সুলতানা কামাল পদক পান। এছাড়া ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত শামসুন নাহার হল ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অবদানের জন্য হলের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও ডক্টর সালমা আরজু পদক গ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ও এমএসএসে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ২০১০ সালে ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে এমপিএড ডিগ্রিতে ভর্তি হন এবং ২০১৩ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন সালমা।
পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

খেলোয়াড়ি জীবনে তিনি জাতীয় অ্যাথলেটিক্স এবং আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে একাধিক পদক জেতেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর