× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নিউজিল্যান্ডেও উড়ন্ত শুরু ভারতের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

অ্যাওয়ে সিরিজে ভারতের দাপট চলছেই। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে নিউজিল্যান্ডেও উড়ন্ত শুরু পেলো টিম ইন্ডিয়া। গতকাল নেপিয়ারের ম্যাকলিন পার্ক ভেন্যুতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় বিরাট কোহলির দল। টস জিতে আগে ব্যাট করে ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৪ রান করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বল হাতে ৬ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার মোহাম্মদ শামি। ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেটের নৈপুণ্য দেখান স্পিনার কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই ৬ উইকেটের ম্যাজিক দেখানো লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট।
আলোকস্বল্পতার কারণে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬। যা ৮৫ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় সফরকারী। রোহিত শর্মার (১১) সঙ্গে ৪১, কোহলির (৪৫) সঙ্গে ৯১ ও আম্বাতি রাইডুকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ধাওয়ান ৭৫ ও রাইডু ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত থাকেন। দাপুটের জয়ের দিনে ব্যাট হাতে কীর্তি গড়েন ধাওয়ান ও কোহলি। ওয়ানডেতে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে নাম লেখান কোহলি। পেছনে ফেলেন ব্রায়ান লারাকে (১০,৪০৫)। তালিকার দশম স্থানে উঠে আসা কোহলির নামের পাশে শোভা পাচ্ছে ২২০ ম্যাচে ৫৯.৬০ গড়ে ১০,৪৩০ রান। ১০,৮৮৯ রান নিয়ে কোহলির সামনে রাহুল দ্রাবিড়। তালিকার শীর্ষে শচীন টেন্ডুলকার (১৮৪২৬)। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডে উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে স্পর্শ করেন ধাওয়ান। দু’জনই ১১৮ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছান। অবস্থান যুগ্মভাবে তৃতীয়। রেকর্ড ১০১ ইনিংস খেলে ৫ হাজার রান করেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। আর ১১৪ ইনিংসে উইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে স্পর্শ করেছিলেন কোহলি। মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ২৬শে জানুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত।
শামির দ্রুততম ১০০
ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েন মোহাম্মদ শামি। পঞ্চাশ ওভারের ফরমেটে এটি ছিল তার ৫৬তম ম্যাচ। শামির আগে ৫৯তম ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ইরফান পাঠান। তালিকার শীর্ষ পাঁচের বাকি তিনজন হলেন জহির খান (৬৫ ম্যাচ), অজিত আগারকার (৬৭) ও জাভাগাল শ্রীনাথ (৬৮)। গতকাল নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলকে (৫) বোল্ড করে প্রথম ব্রেকথ্রু এনেই ১০০ উইকেট পূর্ণ করেন শামি। আর ১০২ উইকেট নিয়ে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তালিকায় শামির অবস্থান ১৯তম। শীর্ষে অনিল কুম্বলে (৩৩৪)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর